ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বুঝাতে পারিনি...

পাতা ঝরার কালে যদি মন কাঁদে সবুজের টানে
বনসাই ক্লোরোফিলে খুঁজে নিস ফেলে আসা মায়া!
আমার আজন্ম শ্যাওলার জীবন!
শুধু ভেসে ভেসে যাওয়া!
তোর তো ঘাট নেই নেই পারঘাটা
জানি আমি,
জানি বলেই ভেসে যাই হেসে হেসে।
যে নদীটি আমাদের ছিল
সেথায় আজ পরিযায়ী পাখিদের মেলা,
সেইসব পাখিদের ঝরা পালকে রেখে এসেছি
এক পরজীবী জীবনের গল্প!
দমকা হাওয়ায় ঘরের বাতিটি নিভে গেলে
যদি কোনদিন,
পালকটি উড়ে আসে তোর ঘুমন্ত বারান্দায়
তুই তাকে ছুঁয়ে দিস ব্যথিত আঙুলে!
ডিজিটাল যুগে,
বইয়ের বুকের ভেতর পালকের স্থান কোথায় বল?
বন্ধু বলেইতো বুঝি সব!
বুঝি ভালোবাসিস!
শুধু বুঝাতে পারিনি কতোটুকু ভালোবাসি!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 23/10/2017
সর্বমোট 6660 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন