ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

রূপকথা দিন --


কতশত দিন শেষে মানুষ পায় জীবনের খোঁজ ! 
নাকি জীবন খুঁজে আরাধ্য প্রান, নিজেরে নিঃশেষে যে বিলায় 
জীবন খুঁজেই কেউ সমুদ্র, কেউ আকাশ, কেউ সমূদয় ভাঙা চাঁদ 
আর কবি লেখে পরিনামি কবিতা 
আমরা শূন্যতাতে মেঘ জমাই নিয়ন্ত্রিত স্বপ্নে ভাসাই বোধ । 
আমাদের আকাংখা 
শীত কিংবা তুষার দিন
বর্ষা কিংবা প্রখর রোদ 
আমাদের চিন্তা চেতনা জুড়ে 
অনাবৃত মতান্তর । 
আমরা হাসতে হাসতে ক্ষয়ে যাই
ক্ষয়ে যেতে যেতে বেঁচে যাই আবার, 
আমাদের সংসদ ঘেঁষা সোনালু আতিথিয়তার বিকেল
বাতাসে ওড়া বাদামের খোসার অবর্ণনীয় স্বপ্নখোর দিন 
আমাদের মেঘ চাইতেই জল নামার মতো ছোট ছোট চাওয়া ফুল
দেবদারু সন্ধ্যা নামানো নির্লিপ্ত অপলক চোখ 
পরিত্যক্ত যন্ত্রণা, অলৌকিক বৃক্ষের কাছে নতজানু প্রেম 
আমাদের পীচঢালা কালো কালো পথ 
মেঘে ঢাকা কৃষ্ণচূড়া দুপুর, 
আমাদের মরতে মরতে বেঁচে থাকা স্বপ্ন 
বাঁচতে বাঁচতে মরে যাওয়া ইচ্ছেরা- 
অসংকোচ নিরাকুল নদীর রূপকথা গল্প হয়ে 
উপঢৌকন পাঠায় রুপোলী মাছেদের, 
আর আঁশটে ঢেউ 
জলচোখে স্বপ্ন মোছে লাল পাহাড়ি দিনে -- 
তবুও আমাদের পাখি হয়ে যাওয়া মন ছুঁয়ে 
বেঁচে থাকে আমাদের খড়কুটো জীবন ।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাকিয়া রিপা তারিখঃ 31/10/2017
সর্বমোট 6760 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন