ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

পরের জন্মে

এই অরণ্যে যেন রূপকথা ফিরে ফিরে আসে,
আমি রোজ তাই তোমার কথা লিখি চেনা ঘাসে।
তুমি দশটায় অফিস ছোটো রোদ্দুর মেখে গায়,
পরের জন্মে আমি রোদ হবো, তোমার ঠিকানায়।
 
ঘড়ির কাঁটায় বয়ে চলে সময় থামবার নেই অবসর,
হাত ধরে হাঁটবার জো নেই আজ, রঙচটা এ শহর।
অকুলান পথ ধরে তাই তোমার হেঁটে যাওয়া দেখি,
পরের জন্মে আমি পথ হবো, বলো তুমি হাঁটবে কি?
 
স্মৃতির বেড়াজালে বন্দী হৃদয় তৃষ্ণার্ত আজ মন,
একটু একটু করে বাড়ছে বয়স অপেক্ষারও এখন।
ক্যানভাসে তুমি আঁকছো আকাশ, জোড়া শালিক পাখি
পরের জন্মে আমি রঙ হবো, বলো ছবি আঁকবে কি?

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ প্রীতি নাথ তারিখঃ 08/12/2017
সর্বমোট 7676 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন