ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কাকগুলো ময়ূর হচ্ছে



















কাকগুলো ময়ূর হচ্ছে

সাইয়িদ রফিকুল হক

 
কাকগুলো যে হচ্ছে ময়ূর রাতারাতি,
রাজনীতিতে মূর্খ হয়েও করছে ভীষণ মাতামাতি!
লোভের আগুন জ্বলছে ওদের পাকি-চোখে,
ওদের চেনে দেশপ্রেমিক আর সুধী-লোকে।
কিন্তু যারা কেতাব ছাড়া মূর্খ-পাঁকের আবর্জনা,
তাদের ভাগ্যে জুটবে শুধু ধোঁকাবাজি আর বঞ্চণা।
দেশের লোকে ভেজাল-ভিড়ে মরছে শুধু হাতড়ে,
ময়ূরপুচ্ছ-ধারণকারী এলো নতুন ভণ্ডসাধু-জাত রে!
কলিকালে দেখবে আরও ভণ্ড এমন কত,
এদের চাপে জাতির ভাগ্যে জুটবে দুঃখ যত।
কাকগুলো যে আমার দেশে খাচ্ছে জ্বালায় রোজ,
পাকিজাতের হারাম-টাকায় হচ্ছে এদের ভোজ!
কাকগুলোকে চিনতে হবে এই আমাদের দেশের স্বার্থে,
দেশপ্রেমিকের পথটা ধরে জীবন গড়ো পরার্থে।
 
 
 

সাইয়িদ রফিকুল হক
০৬/০১/২০১৮
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক তারিখঃ 17/01/2018
সর্বমোট 5707 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন