ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

স্বপ্ন সিঁড়ি মেয়ে

কোনো এক সবুজ গাঁয়ের চঞ্চলা এক মেয়ে,
নিঝুম রাতে ক্লান্ত চোখে স্বপ্ন সিঁড়ি বেয়ে।
চললো ছুটে অচিন পথে ফুল পাখিদের নিয়ে,
কাঠবেড়ালির সঙ্গে দিলো পুতুল সোনার বিয়ে
হাজার হাজার পাখি এলো বিয়ের নিমন্ত্রণে,
গান শুনিয়ে প্রাণ জুড়ালো কোকিল পরক্ষণে।
সেই আসরে সবুজ টিয়া দেখালো তার নাচ,
একে ওকে প্রশ্ন করাই শেয়াল মামার কাজ!
টিকটিকিরা মিলে সবাই ধরলো জারি গান,
আবার যেন সেই আসরে ফিরলো গানের প্রাণ।
ফুলগুলো সব এলো চুলে দুললো হাওয়ার দোলে,
মুচকি হেসে মুখ লুকালো ফড়িং ঘাসের কোলে।
স্বপ্ন খেয়ায় ধীরে ধীরে হারালো সেই রাত,
প্রজাপতির পাখায় চড়ে ফিরেছে প্রভাত।
চঞ্চলা সেই মেয়ে তখন ভোরের পাখির ডাকে,
এক নিমিষেই ফিরে এলো স্বপ্নের দেশ থেকে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ প্রীতি নাথ তারিখঃ 17/01/2018
সর্বমোট 5998 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন