ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

শান্তির দৃষ্টান্ত

সম্প্রতি ভারতের আসানসোলে কিছু উগ্রপন্থি হিন্দুদের সাথে সংঘর্ষে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল্লাহ রশিদির সদ্য মাধ্যমিক দেওয়া পুত্র সিবতুল্লা খুন হন। এই খুনের জের ধরে সেখানকার কিছু উগ্রপন্থী মুসলিম খুনের বদলা নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। শোকাহত মাওলানা এই খবর পাওয়ার পরে ইমাম রশিদি বলেছেন, ‘‘আমি শান্তি চাই। কেন ছেলের মৃত্যু, তা আমি জানতে চাই না। আমি চাই না যে, আর কারও পরিবার তার ছেলেকে হারাক। তোমরা যদি আমাকে ভালবাসো, তা হলে কেউ আঙুলও তুলবে না, আর এর ব্যাতিক্রম হলে আমি এই শহর ছেড়ে চলে যাব।’’
মাওলানার এই ঘোষনার পর ওখানকার মুসলমানদের মধ্যে প্রতিশোধ স্পৃহা কমে গেছে বলে জানা গেছে।
এখন ওখানকার ভন্ড মুমিনেরা জানের বদলা জান, চোখের বদলা চোখ কিংবা দাঁতের বদলা দাঁতের পথে না হাঁটলেই হলো। আসানসোলের অশান্তি সৃষ্টকারী সকল পক্ষ এবং স্থানীয় শান্তিপ্রিয় আমজনতাকে ভবিষতে আর কেউ যেন অশান্তি সৃষ্টি না করতে পারে সেই দায়িত্ব নিতে হবে এখনি।
পৃথিবীর সর্বত্র বয়ে চলুক শান্তির সুবাতাস। ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, মিয়ানমারেও ভারতের আসানসোল এর মাওলানা রশিদি হতে পারেন দৃষ্টান্ত। সব ঘৃণা ভুলে গিয়ে সাম্য আর শান্তির পথে হাঁটা চাই সবাইকে।
পৃথিবী হয়ে উঠুক শান্তিময় প্রতিটি মানুষের জন্য, এখানে বসবাসকারী সকল প্রাণীর জন্য।

ছবি
সেকশনঃ সাম্প্রতিক বিষয়
লিখেছেনঃ সহজ কথা রিটার্ন তারিখঃ 01/04/2018
সর্বমোট 3330 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন