ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সুখের আশা

















সুখের আশা

সাইয়িদ রফিকুল হক

 
সুখ-সুখ করে মরছিস তোরা কেঁদে,
সুখ কি এখন রাখবি নাকি দড়ি দিয়ে বেঁধে?
সবার বুকে জেগেছে আজ অভাবিত সুখের আশা,
কষ্ট-বুকে কারও মনে জাগে নাতো ভালোবাসা!
সবাই শুধু সুখ-সুখ করে খুব হতাশায় মরছে কেঁদে,
এদের কাছে সুখ কি আজ আসবে নাকি একটুখানি সেধে?
ভালোবাসার হৃদয়খানি মরে গেছে সেই যে কবে!
সুখ-সুখ করে পাগল হয়ে সবাই যেন কেঁদে মরে ভবে!
কষ্ট সয়ে একটুখানি ভালোবাসার কোথায় আছে মানুষজন!
সবার বুকে লোভের আগুন—সুখপাখিটা বেঁচে থাকবে কতক্ষণ?
জীবনে আজ সুখ চাই শুধু—মানবমনে বাড়ছে এমন অন্ধভাবনা,
সুখ-সুখ করে জগতজুড়ে বাড়ছে কেন এমনতর যন্ত্রণা?
 
 

সাইয়িদ রফিকুল হক
২১/০৭/২০১৮
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 21/07/2018
সর্বমোট 6658 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন