ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

গল্পশূন্যতার গল্প...

গত দুরাত,
চাঁদটা ছিলো না জানলার পাশে,
কী ভয়ানক জোছনা শূন্যতায় ভুগেছি আমি!
চাঁদের পলায়ন দেখে আসছি জন্মাবধি
আগেতো এমন মনে হয়নি আমার?
আমি কি তবে প্রেমে পড়েছি,
এক মেঘেঢাকা চাঁদের?
গত দুরাত
নদীটি ছিলো না দুচোখের মাঝে  
জলপতনের শব্দ শূন্যতায় কী ভীষণ ভুগেছি আমি!
চৈত্রের নদীতে জল্যাত্যয়ের হাহাকার অনেক শুনেছি আমি,
আগেতো এমন তীব্র দহন জাগেনি বুকের ভেতর?
আমি কি তবে প্রেমে পড়েছি,
এক জলশূন্য নদীর?
গত দুরাত,
বুকের পাঁজর কেটে আপনার পথটি আপনি তৈরি করে
কে যেনো হেঁটে গেলো দূর আজানায়,
চলে যাওয়ার কষ্ট জীবনভর সয়েছি আমি
শূন্যপথের নিদারুণ হাহাকার
আগেতো এমন বাজেনি বুকে!
আমি কি তবে প্রেমে পড়েছি
এক পথভোলা পথিকের?
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 22/07/2018
সর্বমোট 6896 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন