ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বিপন্ন শব্দের মিছিল --


শীতল বাক্সে কর্পূরের ঘ্রাণ পায়নি যে জীবন 
তাঁর কাছে পৃথিবীর বাসি গন্ধ পৌঁছুবে না আর অন্ধকারে 
ধূমায়িত চায়ে তৈলাক্ত সসেজে জমবে না আর 
শহুরে সন্ধ্যার বাজেয়াপ্ত আড্ডা গুলো 
বইয়ের স্তূপে জমানো ধুলোয় ইতিহাস কাঁদবে কি প্রাজ্ঞ বিদায়ে?
শোকাচ্ছন্ন শ্রাবণ ঝরে মসজিদ মন্দির গির্জায় 
খাটিয়ায় শুয়ে থাকা সারি সারি শব্দের মিছিল 
বালকের রক্ত শুষে 
কবিতার অর্থহীন খাতায় লেপটে আছে 
নিদ্রিত বিবেক শুধুই ঢেউগুণে বিপন্ন অঙ্কুরের ! 
ওরাও চেয়েছিল 
একদিন আকাশ আর সমুদ্র হয়ে 
বুকে নেবে নিরাপদ দ্রাঘিমা ছুঁয়ে দেবে বিনম্র পাখি মন 
সম্ভাবনার সমস্ত রঙ ধূসর হোল নির্বিবাদে 
ফুটন্ত শৈশব বারুদ আর ইস্পাতের গল্প হয়ে 
মুখ লুকোলো বালিকার সাদা ফ্রকে অভ্রনীল কাফেলায় ।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাকিয়া রিপা তারিখঃ 07/08/2018
সর্বমোট 3953 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন