ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

১০ টি দুরা বচন


প্রজন্মের লজ্জা - মুখপাত্র ও প্রজন্মের দুর্বলতা - বাটপারি।

#দুরা_বচন

মুক্তমনা ভাইরা প্রকৃত জাগতিক বা স্যাকুলার। তাই তারা নিজ ধর্ম অস্বীকার করবার পরও
জাগতিক সুবিধা বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকায় নিজ ধর্মীয় নাম ও পদবী ত্যাগ করতে পারেন না।


#দুরা_বচন

নারী পুরুষ সম্পর্কের ক্ষেত্র আসলেই অনেকের ধর্মবোধ জাগ্রত হয়। সমাজ নিয়ে চিন্তা উথলে ওঠে। এর মুল কারণ আসলে অভাব ও না পাবার বেদনা।

#দুরা_বচন

নারীদের প্রধানতম দৈন্যতা হলো, তাঁদের পক্ষে যায় এমন কথা শুনলেই তারা বিচার বিবেচনা জ্ঞান হারিয়ে ফেলে।

#দুরা_বচন

কিছুই মুছে যায় না এক ও শুণ্যের পৃথিবীতে।

 
#দুরা_বচন

যে মানুষের সাথে কারো দ্বন্দ নেই সে ভালো মানুষ হতে পারে না।

#দুরা_বচন

প্রগতিশীল ও প্রতিক্রিয়াশীল যখন কোন বিষয়ে ঐক্যমতে পৌছায় তখন বুঝতে হবে বাকী যারা ঐক্যমতে পৌছাতে ব্যর্থ হয়েছে তারাই সঠিক।

#দুরা_বচন

আপোষ নষ্ট রাজনীতি জিবীদের চরিত্র যা এখন এক্টিভিস্টরা অর্জন করেছে যদিও তারা দাবী করে তারা বাটপার না।

#দুরা_বচন

নারী প্রতিশ্রুতি কদাচিৎ ভঙ্গ করে তবে হামেশাই প্রতিশ্রুতির কথা ভুলে যায়।

#দুরা_বচন

আপনি যার উপর রাগ করে যোগাযোগ বন্ধ করতে পারেন তাকে আপনি ভালোবাসেননি, সাময়িক ভালোলাগা ছিলো তা।

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ দুরন্ত.. তারিখঃ 08/08/2018
সর্বমোট 5769 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন