ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আমার আজন্ম সুখ...

কষ্টগুলি বুকের বাঁ পাশে পুষে রাখি
যখন আমি প্রবল কষ্টে থাকি,
কষ্টের পালকে আলতো করে হাত রাখি;
কষ্টেরা পাখি হয়,ফুল হয়,নদী হয়
কষ্টেরা কবিতা হয়, ফেলে আসা পথ হয়!
এক সময় কষ্টের অণুগুলি ফুল পাখি নদীর জলে
কবিতার শব্দে ছন্দে অলংকারে
অদৃশ্য হতে হতে প্রবল এক আজানা সুখের
উতলা হাওয়া হয়ে উঠে,
আমি সেই হাওয়াতে উড়তে উড়তে
কষ্টের কষ্টেই কষ্ট কমাই!
যখন আমি প্রবল সুখের পাপড়িগুলি খুলি
সুখগুলি উড়িয়ে দিই শিমুল তুলো;
আমি নদী খুঁজি, ফুল পাখি পথ খুঁজি
কবিতা শব্দ ছন্দ অলংকার খুঁজি,
সুখের হাওয়ায় উড়ার জন্য হাহাকার করি!
কিন্তু কী আশ্চর্য সুখের কোন ফুল পাখি নদী কবিতা নেই!
সুখের সাথে তাই,
হলো না আমার ঘর
দুঃখ আমার আজন্ম সুখ ,
দুঃখ জীবন ভর।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 13/08/2018
সর্বমোট 3765 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন