ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অনুপস্থিত> মুঃ ইসমাইল মুয়াজ

প্রাতের ঘরে মোরগ ডাকে, কলরবে।
আজি নেই।
নাস্তা কী-আ হত? পান্তা-ভক্তা ভোজন আসর সূর্য যেত হেঁটে।
আজি নেই।
কৃষকে, জোয়াল- মইয়ে মেঠে মেলা।
আজি নেই।
আপরাহ্নে লাফ-ঝাঁপ মাছ-অক্সিজেন।
আজি নেই।
বিকালে গোল্লাছুট, কানামাছিয়ে আঁধার আগমন।
আজি নেই।
হাঁসি-দুঃখ মিটফিটে ঘুম পিপাসা।
আজি নেই।
আক্ষেপ, ছেলের হাতের মোয়া।
যান্ত্রিক ছোঁয়ায়।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ মুঃ ইসমাইল মুয়াজ তারিখঃ 27/08/2018
সর্বমোট 2789 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন