ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

প্রিয়জনের মৃত্যু হলে


















প্রিয়জনের মৃত্যু হলে
সাইয়িদ রফিকুল হক

 
প্রিয়জনের মৃত্যু এমন
শোক যে বাড়ে ক্ষণে-ক্ষণে,
তুষের অনল জ্বলতে থাকে
দুঃখভরা মনে।
হৃদয়টা যে হাহাকারে
হয়ে ওঠে বালুচর,
স্মৃতিভরা জীবনটাতে
শূন্য লাগে ঘর।
 
উঠানকোণে বসে থাকে
প্রিয়জনের ছায়া,
এসব দেখে ক্ষণে-ক্ষণে
যায় যে বেড়ে মায়া।
ভালোবাসার পৃথিবীটা
খুন হয়ে যায় কেঁদে,
প্রিয়জনের মতো তবুও
কেউ রাখে না বেঁধে।
 
 
সাইয়িদ রফিকুল হক
১৬/১০/২০১৮
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 18/10/2018
সর্বমোট 3810 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন