ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সুবর্ণচরের বর্বরতা ও ভাবনা

পেশাগত কাজে আমাকে প্রায়ই যেতে হয় নোয়াখালী জেলার সূবর্ণচরে। নির্বাচন পরবর্তী একটি খবর আমাকে চমকে দিলো ও ব্যথিত করলো যে, ওখানে একজন নারীকে পাশবিক নির্যাতনের পর শারীরিক অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। 

এই বর্বর কাজের সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচার চাই। 

উপরের এক লাইনে বলাটা এই ঘটনার প্রেক্ষিতে আমার চাওয়া। এই যে বর্বরতা এর প্রধান কারণ আমার মনে হয় আমাদের অসহিষ্নু মানষিকতা ও লুটেরা মনোবৃত্তি। লুটেরা মানে আমার সব লাগবে এই মানসিকতা। আবার সারা বিশ্বের মতো আমাদের দেশেও সংগঠিত এসব বর্বর কাজের প্রধানতম কারণ হলো এসব কাজ বন্ধ করবার জন্য প্রয়োজনীয় ইচ্চার প্রবল ঘাটতি। সুবর্ণচরের ঘটনার পর এক শ্রেনীর মানুষের এটাকে সদ্য সমাপ্ত নির্বাচনের সাথে এককরে প্রেসক্লাবের সামনে দাড়ানোটা সেই অনিচ্ছাজনিত আচড়ণেরই বহি:প্রকাশ। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিচার প্রকৃয়ার দীর্ঘসুত্রিতা, সাক্ষী সাবুদের অপ্রতুলতা ও বিচার কাজের সাথে জড়িত পেশাগত দায়িত্বপালনকারীদের অসততা মুলত দায়ী এসব বর্বর হামলার পৌন:পুনিকতার জন্য। সেই সাথে অভিযোগ গঠনের জন্য প্রয়োজনীয় আলামতের অপ্রতুলতাও অনেকাংশে দায়ী। 

আমরা যদি সত্যি এসব বর্বরতাকে শেষ করতে চাই তবে - 

- বিচার প্রকৃয়া দ্রুত করতে হবে। 
- বিচার প্রকৃয়ার সাথে রাজনিতীর মিশেল করা যাবে না। 
- বিচার চলাকালীন যে কোন ধরনের মন্তব্য আদালতকে প্রভাবিত করবার চেষ্টা বলে বিবেচনা করতে হবে। 
- আদালতকে প্রভাবিত করবার চেষ্টা সরাসরি আর্থিক জরিমানার আওতাধীন করতে হবে এবং তা ফৌজদারী অপরাধের সমতুল্য করা জরুরী। 
- বিচার কাজে জুরীবোর্ড যুক্ত পুর্বক অপরাধীর শাস্তি নিশ্চিত করা
 - বিচার পরবর্তী ভিক্টিমের ও তার পরিবারকে সুরক্ষার জন্য সুনির্দিষ্ট নিতীমালা প্রয়োজন।
- আর্থিক জরিমানার ক্ষেত্রে বাস্তবায়নের জন্য সময় নির্দিষ্ট করা ও জরিমানার উসুল প্রকৃয়া সুনির্দিষ্ট করা। 
- হয়রানি ও ভুয়া অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীকে অভিযোগ বাতিলের সময় থেকেই শাস্তির আওতায় আনা।
- ভিক্টিমের চিকিৎসা ও পুনর্বাসন রাষ্ট্রকে বহণ করতে হবে।
- বিচার কাজের সময় কোন প্রকার অসততার আশ্রয় গ্রহণ করা হলে আইন পেশা সহ অপরাপর সংশ্লিষ্টগণের বিরুদ্ধে আইন প্রয়োগ করবার বিধান রাখা। (অসততা নিশ্চিত ভাবে শাস্তি যোগ্য অপরাধ)

আসুন বর্বরতাকে না বলি ও বর্বরদের রাজনিতীর সাথে না জড়িয়ে শাস্তি দাবী করি। সেই সাথে আশ্রয় প্রশ্রয় প্রদানকারীদের ও বিচারকে ভিন্নখাতে প্রবাহিত করবার চেষ্টাকারীদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরী করি। 

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ দুরন্ত.. তারিখঃ 03/01/2019
সর্বমোট 3713 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন