ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আসল মানুষ চাই





































আসল মানুষ চাই
সাইয়িদ রফিকুল হক

 
বাইরে তোমার প্রদীপ জ্বলে ভিতরটাতে আঁধার,
বুকের ভিতর জমে আছে অনেক পাহাড় বাধার।
মিথ্যা-প্রেমের ছলনাতে তুমি সবার শীর্ষে!
বন্ধু তোমায় বলছি হেসে, মানুষ তুমি কীসে?
 
পরের ক্ষতি করছো তুমি জীবনভরে হেসে,
আবার তুমি দম্ভ কর কেমন বীরের বেশে!
মানুষ হওয়ার ইচ্ছা তোমার দেখছি নাতো বুকে,
লোকদেখানো নীতিকথা শুনছি শুধু মুখে।
 
মানুষ হলো সবচে দামি, মানুষ সবার সেরা,
মানবপ্রেমের কথা দিয়েই ধর্মপ্রাচীর ঘেরা।
তবুও তুমি হাঁটছো দেখি মানুষখুনের পথে!
কোন্ সাহসে উঠলে তুমি আজাজিলের রথে?
 
ভালোবাসার গোলাপ ফোটে সারাজাহান জুড়ে,
তবুও তুমি দেখলে না তা, এমন অলস-কুঁড়ে!
মনে তোমার বিরাট ব্যাধি তাইতে মানুষখুনী,
তোমার জ্বালায় তটস্থ আজ দেশজনতা-গুণী।
 
বুকের ভিতর হিংসা জমায় তুমি এখন ডাস্টবিন,
ময়লাখানার ময়লা খেয়ে মানুষ হয় কেউ কোনোদিন?
অহংকারের চাদর ছিঁড়ে মানুষ হতে হবে,
মরার পরও তখন তুমি কেমন বেঁচে রবে!
 
বাইরে তোমার আলোকরশ্মি ভিতরটাতে অন্ধকার,
লোকসমাজে সবাই জানে, তুমি মানুষ বদকার।
ভিতর-বাইরে আজকে থেকে হওরে সবাই মানুষ,
সত্যিকারের মানুষ হয়ে ছিন্ন কর ফানুস।
 
নকল মানুষ যাক না মিশে আবর্জনার ভাগাড়ে,
আসল মানুষ চাই যে এবার মানুষ-গুণের আকারে।
ভালোবাসার পৃথিবীতে মানুষ ভালোবাসি,
মানুষ হয়ে মানুষ-নামে সবাই একটু হাসি।
 
ভেজাল-ভিড়ে মধুর হাসি দেখছি নাতো তাই,
পৃথিবীটা স্বর্গ হবে আসল মানুষ চাই।
এসো সবাই, বিশ্ব গড়ি আসল মানুষ হয়ে,
একটু ভালো কেউ যদি হয় তাইতো গেলাম কয়ে।
 
 
সাইয়িদ রফিকুল হক
০৪/০১/২০১৯
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 15/02/2019
সর্বমোট 1771 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন