ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ভালোবাসা আগে খুব ভালো ছিল




















 
ভালোবাসা কথাটি শুনে আগের মতো
আর তো ফুল ফোটে না শিমুলের ডালে!
কৃষ্ণচূড়ার ডাল রক্ত ঝরায় না আর হেসে।
ভালোবাসা আগে খুব ভালো ছিল,
আর আমাদের সাদামনের ভালোবাসা
কখনো কারও সঙ্গে করতে জানতো না
সামান্য প্রতারণা কিংবা ছলচাতুরি।
 
ভালোবাসা কথাটি কেন যে আগের মতো
আর তো শিহরণ জাগানো ভালো লাগে না!
ভালোবাসা এখন বুঝি অত্যাচারিত একটা মৃত নদী
অথবা পাপীদের আশ্রয়ে একটা ভয়ংকর দূষিত নদী
যার ঘোলাজল এখন শুধু পৃথিবীতে পাপ বয়ে বেড়ায়!
আমাদের ভালোবাসা আগে খুব ভালো ছিল
আর কত আশা জাগাতো মানব-মানবীর হৃদয়ে,
এখন ভালোবাসা মরাগাঙের মতো ভীষণ করুণ!
তোমাদের কারও কাছে আছে কিনা আগের মতো
এক টুকরো শস্যক্ষেত্রের চিরসবুজ সমারোহে
খুব সজীব আর খুব প্রস্ফুটিত ভালোবাসার স্পর্শ?
 
বুকের ভিতরে ভালোবাসা এখন আর জোয়ার আনে না,
মরাগাঙের নৈরাশ্যের মতো তা পরিত্যক্ত চিরস্থায়ী ভাটা!
আমাদের ভালোবাসা আগে খুব নির্ভেজাল ভালো ছিল,
এখন সেখানেও শকুনেরা ওঁত পেতে আছে সারি-সারি!
আর কত হায়েনা অট্টহাসিতে খেলছে ভালোবাসা নিয়ে।
আগের মতো ভালোবাসা আর কি আমরা ফিরে পাবো না?
আগের মতো ভালোবাসা শুদ্ধচিত্তের প্রার্থনা হয়ে উঠবে না?
 
 
অপর্ণা সেন
ঢাকা।
১৮/০২/২০১৯
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অপর্ণা সেন তারিখঃ 18/02/2019
সর্বমোট 2227 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন