ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

রাজাকার তুই




রাজাকার তুই

সাইয়িদ রফিকুল হক

 
রাজাকার তুই সেজেছিলি কবি,
আরও কত ভণ্ডসাধু হয়েছিল নবী!
যুগে-যুগে এমন কেন হয় রে পাষাণ?
কত ভণ্ড তাইতো আজও সাজে মুসলমান!
কত শয়তান তাই দিয়েছে মাথায় টুপি,
অন্ধকারের ফেরাউন সব নিভিয়ে দেয়
                                সত্যআলোর কূপি!
পশুদের আজ ধর্মবেচার বসেছে যে হাট,
তাই উদ্ধত কালশয়তানের দেখি কত ডাঁট!
 
রাজাকার তুই সেজেছিলি কেন কবি?
তোর চোখে যে ভাসতো শুধু পাকিস্তানের ছবি!
বাংলাদেশের সবুজ বুকে হবে নাকো
               তোদের মতো ওই পশুদের একটু ঠাঁই,
পাকিস্তানের কোনো দালাল কোনো কালসাপ
                          হবে নাকো বীর-বাঙালির ভাই।
লাল-সবুজের সোনার বাংলায় জন্মেছে আজ
                 পাকিস্তানের গু-মুত খাওয়া নষ্ট-পাষাণ,
একাত্তরে এই পাপীরা আমাদেরই স্বদেশভূমি
                                       করেছিল ধ্বংস-শ্মশান!
বাংলার বুকে হবে নাকো কোনো রাজাকারের ঠাঁই,
পাকিস্তানী দালাল-জীবদের ক্ষমা নাই, ক্ষমা নাই।
 

সাইয়িদ রফিকুল হক
১৬/০২/২০১৯

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 01/03/2019
সর্বমোট 6128 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন