ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কিছুই আরাধ্য নয় আমার

সবাই ফেলে দিতে জানে না
আমি জানি,
ভেবেছিলে তুমিই আরাধ্য আমার!
দেখলেতো কতো সহজে ছুঁড়ে ফেলেছি,
হিরা, জহরত রাজ্যসহ তোমাকে?
যখন লেগেছিলাম,
ভেবেছিলে এতো গভীর থেকে
উঠে যাবার শক্তি মেয়েলিপায়ে থাকে না,
ভেবেছিলে একদলা মাংসের স্তূপ বৈ কি!
তোমার পায়ের কাছে অনড়-অচল!
নিজের অক্ষমতা দুর্বলতার কথা ভাবিনি সেদিন!
আমার ক্ষমতা-শক্তি দেখে
তুমি কতোটা ভেঙে পড়বে,
আমার আকাশে উড়ে যাওয়া দেখে
তুমি কতোটা ক্ষোভে নিজেকে দংশন করবে,
কতোটা কাপুরুষ ভেবে নিজেকে ধিক্কার দিবে
কতোটা ক্রোধানল বুকে চেপে দাঁতে দাঁত কামড়ে
ইতস্ততবিক্ষিপ্ত অসহায় পায়চারি করবে
আমি কেবল সেটা ভেবেই কেঁদেছিলাম।
রাজ্যটা কেবল তোমার দখলেই কেনো থাকবে?
কেন তুমিই উঠে যাবে,উড়ে যাবে?
তোমার সম্মুখে এই আমি
যখন শুধুই একজন নারী,
দেখো কেমন হাওয়াই চেপে উড়ে যেতে জানি!
আমার আফসোস হয় এইভেবে যে
মোহরমারা সুখ-দুঃখে সবাই হাসে-কাঁদে না
এটা তুমি জানোনি।
তুমি জানোনি,
কারো জন্মে হয় আগুন হয়ে!'
কারো জন্ম হয় মেঘ হয়ে!
শুধুই পুড়ে যেতে,
শুধুই উড়ে যেতে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 03/03/2019
সর্বমোট 2676 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন