ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

​হৃদয়-যন্ত্রণা



















 
মনটাকে পাষাণের মতো
করেছিলাম শক্ত-কঠিন
তবুও দেখি চোখে আসে জল!
মুক্তি মেলে না হৃদয়-যন্ত্রণার।
 
হাসবো বলে কত স্বপ্ন নিয়ে
উঠেছিলাম দোতলার ছাদে,
আমি নির্দ্বিধায় উঠতে পারলেও
স্বপ্নগুলো আমার উঠতে পারেনি উর্ধ্বে!
 
জীবনটাকে সাজাবো বলে
রঙিন স্বপ্নের ঘুড়ি উড়ালাম কত!
তবুও দেখি সব স্বপ্ন আমার
বড় অনাদরে পড়ে রয়েছে পায়ের কাছে!
 
মনটাকে পাষাণের মতো করে
হেঁটেছি নির্ঘুম-রাতে ভাবনাহীন পথে,
তবুও দেখি বেয়াড়া স্বপ্নগুলো কেমন করে
আবার এসে ভিড় জমিয়েছে আমার ছোট্ট মনে!
 
সুখ পাই না গাঢ়-জমাট অন্ধকারে হাতড়ে,
তাই সুখ আর খুঁজতে যাই না কোনোখানে,
হৃদয়টাকে রেখেছি শুধু ভাবনাহীন সাগরে ডুবিয়ে,
তবুও দেখি আজও অবসান হয়নি সেই হৃদয়-যন্ত্রণার!
 
 
অপর্ণা সেন
ঢাকা।
১০/০৩/২০১৯

 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অপর্ণা সেন তারিখঃ 10/03/2019
সর্বমোট 3611 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন