ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ফুলের বনে গন্ধ নাই

ফুলের বনে গন্ধ নাই
সাইয়িদ রফিকুল হক

 
ফুলের বনে গন্ধ যে নাই, গন্ধ কোথায় গেল!
দেশের বুকে শান্তি পাই না, শান্তি কীসে খেল?
মানুষজনের বুকের ভিতর নাই যে কোনো মায়া,
তারউপরে চারিদিকে শকুনদেরই দেখছি শুধু ছায়া!
 
চিরচেনা শকুনগুলো ঘুরছে সবার পাশে,
অনেক পাপী তাদের দেখে কেমন করে হাসে!
ভণ্ডগুলো দিনে-রাতে ছুটছে টাকার লোভে,
মনুষ্যত্বের লেশমাত্র নাই যে এদের স্বভাবে।
 
রাজনীতিতে ভণ্ডগুলো খাচ্ছে শুধু ডিগবাজি,
এই পাপীদের অনেকেই যে বিরাটবড় হাজি!
পাজীগুলো পাচ্ছে আসন ধর্ম-নামের সভায়,
মানুষজনের চরিত্রটা হচ্ছে নষ্ট এদের বদপ্রভায়।
 
বংশগুণের কুলীনগুলো পাচ্ছে নাকো আদর,
রাজসভাতে ঠাঁই নিয়েছে হতচ্ছাড়া বাঁদর।
দেশের বুকে হচ্ছেটা কী? জানতে নাকি বারণ!
বলতে পারেন কেউ যদি ভাই জানেন আসল কারণ?
 
 
সাইয়িদ রফিকুল হক
৩০/০৮/২০১৯
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 30/08/2019
সর্বমোট 2845 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন