ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আমি তো সেই!

আমি তো সেই,৪৭ শে দেশবিভাগের দ্বি-জাতি তত্ত্ব স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ আলি জিন্নাহ।
আমি তো সেই,৫২ ভাষা আন্দোলনের প্রথম বিদ্রোহী ধীরেন্দ্রনাথ।
প্ল্যাকার্ড হাতে গুলিবিদ্ধ প্রথম শহীদ জব্বার।

আমি তো সেই, ৫৩ যুক্তফ্রন্ট গঠনের অন্যতম ভুমিকা পালনকারী ফজলুল হক।
বাংলার বাঘ, কৃষকের বন্ধু, বাঙালি জাতির প্রতিকৃত।
আমি সেই,যে ৬২ তে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহী পতাকা।
আমি তো সেই,পূর্ব বাংলার স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ৬৬ প্রথম ম্যাগনাকার্টা বঙ্গবন্ধু শেখ মুজিব।

আমি সেই, ৬৯ শামসুজ্জহা রক্তে রঞ্জিত রাজপথ,
মাথা নয়াবার নয় জহুরুল হক,বলিষ্ঠ প্রতিবাদী যুবক ছাত্রনেতা তোফায়েল আহমেদ।
আমি তো সেই,৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম।

আমি তো সেই,কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা পত্র জিয়াউর রহমান।
আমি বাংলার প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন,
যার হাতে গড়েছে প্রথম শান্তির বাণী।
আমি তো প্রথম শহীদ আবদুর রউফ,চরমপত্র এম আর আকতার মুকুল।

আমি তো সেই,অসিত বর্ণের বীর প্রতীক তারামন বিবি।
আমার জন্ম কৈলাসে,আমি স্বপ্নদ্রষ্টা, আমি বিদ্রোহী, আমি রক্তের রাজপথ, আমি ম্যাগনাকার্টা,আমি স্বাধীনতার ঘোষক।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ এম.দুলাল তারিখঃ 09/09/2019
সর্বমোট 1455 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন