ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বিষক্ষয়...

পাখিদের ঘর নেই
তবুও ওরা রোজ ঘরে ফেরে!
আমার ঘর আছে,
আমি শুধু ঘরে ফেরার নাম করে
দিগন্তবাসী হই!
কেন হই জানি না
ঘরের ভেতরে প্রথম জীবনে দেখেছিলাম যেই সাপ
সে মরে গেছে দিবসের প্রথম প্রহরে
নিজস্ব বিষপানেই!
আজ রোজরাতে আমি সেই ফুসফাস শব্দ শুনি!
জানি সাপ নেই কোথাও,
শুধু বাতাসে ভেসে বেড়ায় বিষাক্ত নিঃশ্বাস!
আমার তো জন্মই হয়েছে বিষ নিতে!
আমার জন্মের পর বিষাক্ত হয়েছিলো মায়ের গর্ভথলি!
খুব মনে পড়ে,
আমাকে কোলে করে আম্মার লুকিয়ে বেড়ানো
আঁচলে আমাকে ঢেকে বুকের দুধ খাওয়ানো
কিছুই ভুলিনি আমি!
আমিতো ছোবলে ছোবলেই বেঁচে উঠি!
রক্তের বদলে আমি যে বিষ ধরি শিরায় শিরায়।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 22/09/2019
সর্বমোট 4413 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন