ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

​জীবন সবচেয়ে দামি




অভিমান যেন কখনো জীবনের চেয়ে দামি না হয়
আর ঠুনকো অভিমানে যেন ঝরে না যায় জীবন!
একটা জীবনে এত কেন অভিমান? 
কেন এত ব্যর্থতার তীব্র হাহাকার?
সবকিছু চাইলেই পেতে হবে—কে বলেছে তোমায়?
 
এই জীবনে কিছু হারাতে শেখো আজকে থেকে,
নতুনভাবে গড়ে তোলো জীবনের উদ্দাম-ছন্দ,
চাইলেই সব পেতে হবে—বাতিল কর এ-দুর্ভাবনা,
তুমি এসে দাঁড়াও একেবারে নিঃস্ব-মানুষের কাতারে।
আর চেয়ে দেখ, সব হারিয়ে কেমনে বুক ফুলিয়ে
মাথা উঁচু করে সংগ্রামী-মানুষ বেঁচে থাকে।
 
এই জীবন থেকে কিছু হারালেই জীবন দিয়ে দিতে হবে!
আমাদের এই জীবন কি এতোই ঠুনকো-অভিশপ্ত আজ?
জীবনে কিছুটা কষ্ট সইতে শেখ—হে অস্থির-স্থূল মানুষ,
আর ভেবে দেখ, জীবনের চেয়ে দামি কিছু আছে?
মনে রেখো: পৃথিবীতে জীবন সবচেয়ে দামি।
 

অপর্ণা সেন
ঢাকা।
০৮/১১/২০১৯

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ অপর্ণা সেন তারিখঃ 08/11/2019
সর্বমোট 3933 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন