ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

স্বপ্ন

জীবন এক মরীচিকা,

একদিন হুট করে ঘুম থেকে উঠে যেমনটা সবাই নিজেকে চিনে যায়, আমার তেমন নয়;

অনেকদিন হেঁটে ঘুরে তন্দ্রাবিলাসে কাটিয়ে বুঝেছিলাম সবই মিথ্যে।

আঙ্গুল দিয়ে ছুঁয়ে, আকার দেখে, গন্ধ নিয়ে যখন হাসবো সুখের হাসি,

তখন আঙ্গুলের ফাক গলে চুইয়ে পড়া পানির মতো,

তপ্ত রাজপথে গড়িয়ে পড়ে যাওয়া স্বপ্নের টুকরো পানির মতো ছড়িয়ে পড়ে থাকে।

রাস্তার মাঝে উম্মাদের মতো দাঁড়িয়ে থেকে আমি অপেক্ষা করি,

কখন কোনো এক পথিকের জুতোর পাড়া পড়বে আমার সেই চুইয়ে পড়া স্বপ্নের উপর,

আমি সেখানে তারপর দেখবো অনন্ত মায়ার চিহ্নময় এই সমাজ পৃথিবীর ছায়াময় এক ছবি।

গাছের ডালের কোনো এক কিচিরমিচির করা পাখির ডাকে আবার জ্ঞান ফিরে আসে আমার,

তাকিয়ে দেখি তপ্ত রাজপথ আমার গলিয়ে পড়া স্বপ্নকে নিজের বুকে শুষে নিয়েছে।

কোনো এক পথিক সামনে এসে দাঁড়িয়ে হাসছে রহস্যময় হাসি।

তারপর অনেকদিন চলে গেলো, অনেক অনেক দিন পর

হাঁটছি আজও কোনো এক গলিত স্বপ্নের খোঁজে,

ঠিক যেভাবে অপেক্ষা করেছিলাম একদিন, সেরকম কোনো 'আমি'র গলিত স্বপ্নে পায়ের চিহ্ন এঁকে দেয়ার আশায়।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ চন্দ্রাহত সৈনিক তারিখঃ 23/11/2019
সর্বমোট 1592 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন