ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

তবুও তোমাকে খুব ভালো লাগছিল



তবুও তোমাকে খুব ভালো লাগছিল

সাইয়িদ রফিকুল হক

 
সেদিন তোমাকে হঠাৎ দেখলাম নিউ মার্কেটের সামনে,
আগের মতো খুব যত্ন করে কপালে টিপ পরোনি,
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
 
তোমার পোশাকআশাকও আগের মতো খুব দামি ছিল না,
আর খুব সাদামাটাভাবে সেদিন তুমি এসেছিলে মার্কেটে,
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
 
কানের দুলজোড়া পরতে তুমি হয়তো একেবারে ভুলে গিয়েছিলে!
হাতে ছিল না সোনার কঙ্কন কিংবা সাধারণ কোনো রেশমি চুড়ি!
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
 
কিছুটা দূর থেকে খুব লুকিয়ে তোমাকে একটু দেখছিলাম,
কাকে দেখে তুমি যেন একটু হাসলে! পুরোটা দেখতে পাইনি,
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
 
দেখলাম অনেকে এসে তোমার চারপাশে জড়ো হলো অস্থিরভাবে,
আর তখন তোমার শাড়ির আঁচল একটু খসে পড়লো মাটিতে!
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
 
কতদিন পরে আবছামতো যেন একটুখানি দেখেছি তোমাকে,
তোমার নতুন বন্ধুদের আড়ালে তুমি বারবার হারিয়ে যাচ্ছিলে!
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
 
তোমার শাড়ির ভাঁজগুলো আগের মতো ছিল না খুব নিখুঁত,
একটু প্রসাধন সামগ্রীও ব্যবহার করোনি তোমার ওই চাঁদমুখে!
কারণে-অকারণে বন্ধুদের সাথে খুব হাসাহাসি করছিলে তুমি,
তবুও তোমাকে খুব ভালো লাগছিল!
 
 
কতকাল পরে দেখা! প্রথমে তোমাকে দেখে যেন চিনতেই পারিনি!
তবুও সেই তোমাকে হঠাৎ এতকাল পরে খুঁজে নিলাম আগের মতো!
দূর থেকে দেখেছি তোমাকে তবুও মন ভরেছে সেই মধুর হাসিতে।
একটু অগোছালো ছিলে তুমি! আগের সেই পরিপাটি ভাবটি আর নাই!
তবুও তোমাকে খুব ভালো লাগছিল! তবুও তোমাকে খুব ভালো লাগছিল...।
 
 
 
সাইয়িদ রফিকুল হক
২৯/১২/২০১৯
 
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 30/12/2019
সর্বমোট 2966 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন