ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

প্রতীতি: দ্য ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট‌ অব তায়েকন্দ 🏆🏆🏆

Image may contain: 2 people, people smiling, people standing

আমাদের রাজকন্যা, নাওশাভা জারীন প্রতীতি, ন্যাশনাল তায়েকন্দ চ্যাম্পিয়নশিপে ঢাকা মহানগর ক্লাবসমূহের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। সে এখন তায়েকন্দের বয়স ১৮+, ওজন ৬০ কেজি ক্যাটেগরির "দ্য গোল্ড মেডেলিস্ট"। এ ছাড়া Poomsaeতে (pattern of defense-and-attack motions of Taekwondo) পেয়েছে ব্রোঞ্জ মেডেল।

প্রতীতি মোহাম্মদপুর তায়েকন্দ ক্লাবের অধীনে এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সে আদাবর "মেটাল কেভ জিম" এ শরীর চর্চা করে।

চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অনেকগুলি রাউন্ড। ফাইনাল রাউন্ডে ব্ল্যাকবেল্টকে হারিয়ে সে গোল্ড মেডেল নিশ্চিত করে (ছবিতে লাল গার্ড পরিহিত)।

বাংলাদেশের ৬৪টি জেলা হতে বিভিন্ন ক্লাবের প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পৃথিবীর বিভিন্ন দেশের বহু তায়েকন্দ বিজয়ী এ প্রতিযোগিতায় অবজার্ভার হিসেবে উপস্থিত ছিল।

প্রতীতি এখন ইন্টারন্যাশনাল তায়েকন্দ চ্যাম্পিয়নশিপ প্যানেলের একজন। বহ্নিশিখা হ‌ও মা, বিজয় ছিনিয়ে আনো।

https://www.facebook.com/nazmul.hassan.921/videos/pcb.3257504434262885/3257503904262938/?type=3&theater
 

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ যুক্তিযুক্ত তারিখঃ 31/01/2020
সর্বমোট 1724 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন