ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ভোটের খেলা খেলতে গিয়ে

ভোটের খেলা খেলতে গিয়ে
সাইয়িদ রফিকুল হক

 
ভোটের খেলা খেলতে গিয়ে হেরে গেলি তুই,
নিজের দোষে বিজেতারে ফুটাও কেন সুঁই?
জনগণের ঘৃণা খেয়ে দিচ্ছো কাকে দোষ?
বিজেতারে মেনে নিয়ে কমাও মনের রোষ।
 
মাস্তানিটা ছিল আগে বাক্স ভরতে মনের সুখে,
ভোটচুরিতে বিরাট হাসি দেখছি তোমার মুখে।
এখন তোমার সুযোগ নাই যে—তাইতে এতো রোষ,
জনসেবার সুযোগ চাইলে খোঁজো তোমার দোষ।
 
ভোটের খেলায় হেরে গিয়ে দাঁড়াও তুমি ঘুরে,
কাউকে ধমক আর দিয়ো না এমন কঠিন সুরে।
জনগণকে ভালোবেসে পেতে পারো ভোট,
নইলে কিন্তু ভোট পাবে না দেশের শত্রুজোট।
 
 
সাইয়িদ রফিকুল হক
০২/০২/২০২০

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 02/02/2020
সর্বমোট 1381 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন