ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ভ্যালেন্টাইনস: ময়ূর পুচ্ছ পরলে কী আর কাক ময়ূর হয়?

ইন্ডিয়ান নায়িকারা যখন নাচে, তাদের স্বল্প বসন শরীরের গঠন ও নৃত্যের ঢংয়ের সাথে মিলে যায়, আলাদা করে শরীর চোখে পড়ে না। আমাদের নায়িকারা স্বল্পবসনে নাচলে ছন্দহীনতার কারণে প্রথমেই চোখ পড়ে তাদের ব্রয়লার মুরগির নাদুসনুদুস রানের মতো রান। নাচকে নাচ মনে হয় না, মনে হয় দাপায় বেড়াচ্ছে। শিল্পহীন কুদাকুদি আরকি।

উন্নত বিশ্ব যখন ভ্যালেন্টাইনস ডে পালন করে তখন তা শিল্পীত লাগে, তাদের সংস্কৃতির সাথে এটা যায়।‌ আমাদের লোকেরা যখন পালন করে তখন তাকে হ্যংলামো মনে হয়, আমাদের সামাজিক স্তর এখনও ওই পর্যায়ে যায়নি। কেমন যেন বেমানান ঠেকে।

আমাদের আছে বসন্ত, যুগ যুগ ধরে আমাদের‌ই আবহ সাংস্কৃতিকে বহন করা ফাগুন। এটাই মানানসই, অন্যটা বেমানান। ময়ূর পুচ্ছ পরলে কী আর কাক ময়ূর হয়?

বাংলা সংস্কৃতির বহু উৎসব হারিয়ে যাচ্ছে, সেসব স্থান দখল করছে কর্পোরেট কালচার। এতে অসুবিধার কিছু ছিলো না, যদি রাষ্ট্র-সমাজের বাদবাকি উন্নয়ন সেভাবে এগোতো। সে উন্নয়নের তো গুড়েবালি।

ছবি
সেকশনঃ সাধারণ পোস্ট
লিখেছেনঃ যুক্তিযুক্ত তারিখঃ 16/02/2020
সর্বমোট 603 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন