ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

প্রভুর কাছে ক্ষমা চাও

প্রভুর কাছে ক্ষমা চাও
সাইয়িদ রফিকুল হক

 
প্রভুর কাছে ক্ষমা চাইতে
লজ্জা কেন করো?
আশায়-আশায় তাঁরই
দয়ার চাদরখানা ধরো।
তিনি সবার খবর জানেন
তাঁর কাছে কি লজ্জা আছে?
রহমতের চাদর ধরে
ফিরে এসো তাঁরই কাছে।
মানুষ হতে চাইলে তুমি
স্রষ্টাপথে সৃষ্টি করো ভজন,
তাইলে তুমি পারবে হতে
দীনদুনিয়ার রাজন।
প্রভুর কাছে ক্ষমা চাও রে
হয়ে অনেক নত,
তাই ইস্তেগফার পড় বেশি
দিনে-রাতে অবিরত।
প্রভুর কাছে ক্ষমা চাইতে
লজ্জা তুমি কোরো নাকো,
দুনিয়াতে-আখেরাতে
আল্লাহপ্রভুর নামই ডাকো।
 
 
সাইয়িদ রফিকুল হক
০৫/০৩/২০২০
  

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 05/03/2020
সর্বমোট 1795 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন