ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কার্নিশের ভাবনা...

অর্জিত কোন আত্মপীড়ন নেই
যেখানে দেবার কথা একফোঁটা জল
সেখানে দিয়ে আসি সাগর,মহা-সাগর!
নেয়ার হলে দশ, দুই পেয়েই তৃপ্ত হই
চাই বড়জোড় এক।
আমার কীসের দায়?
আমাকে মিথ্যা ছোঁয় না
আমাকে মোহ,লোভ ছোঁয় না!
মিথ্যা আর সত্যের ফারাক বুঝেও শামুক হয়ে চলি!
কী আসে যায়?
এক জীবনে সবকিছু পেতে নেই।
লতানো জীবন,কেঁচো হয়ে বেঁচে থাকা শিখিনি।
নারী তৃপ্ত নয়,পুরুষ তৃপ্ত নয়।
দেয়া নেয়া আর নারী পুরুষ খেলা থেকে
বেরিয়ে এসেছি বহুকাল।
স্বার্থ সুখ আর ছল করা চকচকে জীবন
সবিনয়ে শিকেয়তোলে রেখেছি।
মায়েরজীবন,মেয়েরজীবন দুটোকেই কবর দিয়েছি
হার না মানা সময়ের কাছে।
ন্যায়,অন্যায়,নারী আর মানুষ জীবনের অদ্ভুত সমীকরণ
কষতে কষতে দেয়ালের কার্ণিশে এসে দাঁড়িয়ে শিখেছি
মানুষ হয়ে বেঁচে থাকার যন্ত্রণা!
শিখেছি দুঃখের সমীকরণ এক ও অভিন্ন মানুষে মানুষে।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 16/03/2020
সর্বমোট 1931 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন