ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অসমাপ্ত

ধরো সকালে ঘুম থেকে উঠেই আমার মৃত্যর খবর পেলে,


তোমার ঘুম জড়ানো চোখ তখন কি খচখচ করে উঠবে,


গলাটা কি ধরে আসবে, বুকটা কি হটাৎ ফাঁকা হয়ে যাবে কিছুক্ষণ?


আচ্ছা তুমি কি আসবে

আমাকে দেখতে; কি যে বলি না, আমাকে কেন? একটা লাশ একটা প্রাণহীন শরীর।

তোমার কি কষ্ট হবে, অথবা মনটা খারাপ, এই ধরো চাপা চাপা।


তোমার কি খবর নিতে ইচ্ছে হবে আমাকে মাটি ঘরে রেখে আসা হয়েছে কি না।



তোমার কি কখনো আমার কবর দেখতে ইচ্ছা করবে?
মাটির কবর, আমার ঘর, আমার আশ্রয়।

অথচ দেখো; তোমার বুকেই আমি ঘর বেঁধেছিলাম, আশ্রয় নিয়ে ছিলাম। তুমি আমার বুকে। তোমার কত ভয় ছিলো, আমি চলে যাবো তোমাকে রেখে উৎসব প্রাণে,
আর আমার ভয় ছিলো হারিয়ে ফেলতে নিজেকে।
তুমি আজ ঝর্ণাধারায়, আমিহীন
আর আমি আমার শেষ আশ্রয়ে।


বুকের ঠিক যেখানে মাথা রাখতে তুমি

সেই খানে কত তীব্র ব্যাথা তুমি জান না।

তোমাকে বড্ডো বেশী ভালোবেসেছি,
অনেক বেশী................


১৩/০৪/২০২০
রাত ২.৪৫ মিঃ

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ কেএম শাওন তারিখঃ 14/04/2020
সর্বমোট 2108 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন