ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

তালাক

তালাক মোঃ এনামুল হক ০৬/০৫/২০২০ ইং --------------------- সময়ের হাত ধরে পৃথিবীর বুকে নর নারী ছাড়া থাকা যায় না আনন্দে টাকা পয়সা বিশাল অট্রালিকা পরে সৌন্দর্য আসে না যদি না থাকে নারী ঘরেতে। জ্যোৎস্না ছাড়া রাতের হয় না শোভা তারা ছাড়া আকাশে হয় না রাতের মেলা জীবনে চলার পথে নর ছাড়া নারীর বাসনা হয়না তেমনি নারী ছাড়া নরর বাসনা। বিধাতা দিলেন সৃষ্টি করে আদম কে একা একা কাটে না সময় বেহেস্তের তরে সঙ্গীহীন বেহেস্তের তরে একাকিত্ব ঘুচাতে হাওয়া সৃষ্টি করে বিয়ে দিলেন আদম ( আঃ) তরে। যুগ যুগ ধরে আসিতেছে এমন নিয়ম মেনে নর নারীর চাহিদা মেটাতে একে অপরের পরিপূরক হয়ে আজকের নর নারীরা মনে করে বিয়ে একটা খেলা তালাক যেন তাদের কাছে ছেলের হাতের মোয়া। যিনি মোদের করেছেন সৃষ্টি পৃথিবীর তরে তালাক শুনলে তিনি রাগেন বললেন কুরআনেতে তালাক দিলে কি করতে হবে বলেছেন কুরআনেতে তালাক নামক সূরা নাযির করলেন নিজ হাতেতে। আজকের সমাজে তালাকের মেলা কাড়িকাড়ি কাগজ কলমের মাঝে যেন ছাড়াছাড়ি ঘরে করেছেন আমাদের পূর্ব পুরুষ আর নারী সাদা কাফনে বিদায় নিতেন চৌকাঠ মারি।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ Md Enamul Huq তারিখঃ 06/05/2020
সর্বমোট 961 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন