ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ছেলেটি

ছেলেটি
সাইয়িদ রফিকুল হক

 
ছেলেটি দিনরাত বই পড়তো খুব,
বইয়ের মাঝেই দিতো সে ডুব!
তার যে একটাই নেশা ছিল বইপড়া,
ভাল্লাগতোনা তার হৈহুল্লোড় করা।
বই যে ছিল তার সবচেয়ে আপন,
বইমহাসাগরে মনে জাগতো বিরাট
সুখেরই কাঁপন!
 
একদিন হঠাৎ কলেজ গেইটের পাশে,
কে যেন তাকে দেখে একটুখানি হাসে!
সদ্যোফোটা গোলাপ ছিল তার হাতে,
কলেজে যাওয়ার কোনো এক প্রভাতে।
অমনি সে যে ভ্রমে গলে গেল নিমিষে!
তাকে যেন জোরসে দংশন করেছে
বিরাট আশীবিষে!
 
মেয়েটির হাসিতে ছেলেটি ভুললো সব,
বড় লাইব্রেরিতে এখন সে নীরব!
বইসাগরে আর টেকে না তার মন,
মন্দাকিনীরূপে সাথী সে সর্বক্ষণ!
বই ফেলে ছেলেটি তুলে নেয় গোলাপ,
খুব ভালোবাসার রুদ্র-অসুর-তানে
হৃদয় করে বিলাপ!
 
একদা ছেলেটির পকেট হলো খালি,
অমনি মুছে গেল মেয়েটির মিতালি!
কলেজ গেইটের ভালোবাসার মোড়ে
খুঁজে পায় না তাকে প্রতিদিনের ভোরে!
মনখারাপ করে ছেলেটি খোঁজে বই,
একজীবনে তার এমন স্বজনকে
ভোলার সময় কই?
 
 
সাইয়িদ রফিকুল হক
০৬/০৫/২০২০
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 10/05/2020
সর্বমোট 977 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন