ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আমি ও চড়ুইপাখি

আমি ও চড়ুইপাখি
সাইয়িদ রফিকুল হক

 
বারান্দায় একদিন দুইটা চড়ুইপাখি
আমাকে এসে বললো:
আমাদের জন্য ছোট্ট
একটা ঘর বানিয়ে দিন।
চড়ুইপাখির কথায় প্রায় হেসে ফেলেছি…
এমন সময় চুপ করে রইলাম কষ্টে।
ভাবলাম মন দিয়ে ওদের কষ্টের কথা,
সত্যি ওরা গৃহহীন—ঠিক আমার মতো
পরের বাড়িতে ওরা বাসাবাঁধে চুরি করে,
তবুও ওদের কেউ তৈরি করে দেয় না
একটা ভালো বাসা, নিজের মতো করে বাঁচার!
মলিন হাসিতে বলি: শোনো চড়ুই, মন দিয়ে
আমিও থাকি ভাড়ায়—তোমাদের মতো আমিও
চড়ুই দুটো উড়ে গেল—জানি না কী মনে করে!
আর আমার মনে হলো—আমিও চড়ুইপাখি,
আমি ও চড়ুইপাখি আজ একজায়গায়
হঠাৎ কেমন করে যেন এসে দাঁড়িয়েছি!
আমাদের ঘর নাই, আমরা এই শহরে আজ গৃহহীন।
 
 
সাইয়িদ রফিকুল হক
১৫/০৭/২০২০
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 15/07/2020
সর্বমোট 1387 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন