ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আশা নিরাশা

অম্বর যখন গম্ভীর হবে, বারিধারা নামতেই পারে। হ্যাঁ তো নামতে পারে? নাহ্, নাও তো বা নামতে পারে যত গর্জে তত বর্ষে না, একটাই সান্ত্বনা হতে পারে। ইচ্ছে তার, এলেই বা কি? কেউ কি তাকে রুখতে পারে! ঝড় উঠেছে গগন পানে, পাখীরা সব উড়ে গেছে। গন্তব্য বিহীন, অজানা আর, অচেনার এক যাত্রাপথে একটা পাখী ঠায় দাঁড়িয়ে, নিজের নীড় আঁকড়ে ধরে। খুলছে ডানা, ছিড়ছে পলক, পণ করেছে যাবে না সে যে যাবে সে চলে যাবে, কেউ কি তাকে রুখতে পারে। খেয়াল আমার মনের ভিতর, হরেক রকম শত রকম রকমারি হাজার ভাবনায় দোলে মন অন্যরকম। অস্বাভাবিক জীবন যাপন, মেলে না কোন সমীকরণ। নিরাশার মেঘ এলে গগনে, কেউ কি তাকে রুখতে পারে? থামলো ঝড়, থামলো বারি, আকাশ নীলে উঠলো রবি। এলো আশ্বাস, এলো দোয়া, চললো কিছু সান্ত্বনার কথামালা। মহা ধাঁধায় পরলো নিষ্করুণ বাস্তবতা এলো পরশুরাম ভাঙলো নীরবতা হয়, হয়, তুমি তা জানতি পারো না জানলেও বা কি? রুখতে পারো না।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সহজ কথা রিটার্ন তারিখঃ 07/08/2020
সর্বমোট 1502 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন