ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

কুমোর...

মাটি ছেনে মাটি জেনে,
যে কুমোর পুতুল গড়ে,
তাকে দিয়েছি সোনারখনি
না চাইতে অকাতরে!
পুড়ায় মাটি হয় না খাঁটি
হাত ফস্কিলে ভাঙে,
সোনার ব্যকরণ না বুঝে  কুমোর
 তাতেই দুহাত রাঙে!
রক্ত ঘামে তপ্ত তাপে
চকচক করে মাটি,
সোনা পড়ে রয় চাকা ঘুরায়
 কুমোর পরিপাটি!
মাটিতে মগ্ন মাটিতে লগ্ন
মাটিতে গুঁজে মুখ,
সোনার প্রতিমা আড়ালে হাসে
 টিপে তার সোনামুখ।
 
 
 
 
 
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 11/08/2020
সর্বমোট 1508 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন