ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মনস্তাপের গান...

চোখের ভেতর লুকিয়ে চোখের জল,
আপন মনে ভালো আছি,বলরে মেয়ে বল!
বলতে তোকে হবে জানিস,তোতা পাখির বুলি,
রান্না-বাটির কান্নাটাকে,বানিয়ে আঁকার  তুলি!
আঁকতে তোকে হবে জানিস,এই জীবনের ছবি,
নক্সিকাথায় গল্প লিখিস,না হয় হলি কবি!
না হয় হলি পুজোর ফুল,না হয় হলি দেবী,
কাচের চুড়ি রঙিন ঘুড়ি,বর্গা দিলি সবি!
তোর ভেতরে কাঁদে কাঁদুক,হাজার নদীর বান
রুদ্ধ হউক কন্ঠ যতোই গেয়ে যাবি গান।
জল দিবি তুই নিত্য গাছে,হউক বিষ হউক কাঁটা,
ঘর গুছাবি,পর ভুলাবি  থাকুক দুয়ার আঁটা!
চোখ বুজে থাক,শোক ভুলে থাক,জীবন চলমান,
কার বেদনায় কে পাশে  রয়?কার আছে সে প্রাণ?
জগত জুড়েই মুখ ও মুখোশ চিনবি কতো তুই?
ভোল আঙিনায় ফুটে থাকিস,ভালোবাসার যুঁই!
মা হলি তুই,বোন হলি তুই,বউ হলি তুই কারো,
মুখ বুঝে তুই সব হয়ে যা,আছে যতো আরো!
জগত জুড়ে জ্বালিস আলো,যতোই থাকুক আঁধার,
পার হয়ে যাস সকল ব্যাধি,ভয়, জরা আর বাধার।
তোর তরে আজ নাইবা থাকুক একটা মায়ার হাত,
পেরিয়ে যাস নিকষকালো অরব অসাঢ় রাত।
তোর আঙিনার জোনাকগুলি জ্বলুক দূরের মাঠে,
ভুলে সেসব মন দিয়ে যাস জীবন নামের পাঠে।
বাবুই নীড়ে মৃত জোনাক,মরে ও জ্বালিস আলো,
হয়তো জানিস হয়তোবা না,কে যে বাসে ভালো!
শীতল বায়ু ঘর জুড়ে থাক,তুই ছড়াবি তাপ,
কেউ না বুঝুক কেমন আছিস,কেমন মনস্তাপ!
তোকে দেখেই ঈর্ষা করে হয়তো হাজার লোক।
তোর আঙিনায় নিশি শেষে নতুন সকাল হোক।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 20/08/2020
সর্বমোট 1537 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন