ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ফিরে এসো চেতনালোকে

ফিরে এসো চেতনালোকে
সাইয়িদ রফিকুল হক


বুকের ওপর চাপা দেওয়া আছে
শক্ত একখানা বিরাট পাথর,
এবার সরাও তোমার বুকের পাথরখানা।
চোখের পর্দায় আজকাল তুমি 
ভীষণরকম অন্ধ হয়েছো!
চোখে পড়ে নাকো ভালোকিছু আর,
চোখে দেখো শুধু নষ্ট-বিলাসিতা।
তোমার বুকের পাথর সরাও,
সেখানে বানাও একটা মন্দির।
জ্ঞানের মন্দিরে করো অবগাহন।
সবকিছু ফেলে নিজের মতো করে
তুমি ফিরে এসো আবার চেতনালোকে।


সাইয়িদ রফিকুল হক
০৮/০৯/২০২০

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 08/09/2020
সর্বমোট 912 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন