ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অন্ধকারের ব্যবচ্ছেদ

পুরনো স্মৃতির অ্যালবামের আবেগি উচ্ছ্বাস ভুলে-
রোজকার অভ্যস্ত গাঢ় নিঃশ্বাসের স্পন্দন
বৃষ্টির ফোঁটার মতন ঝরে পড়ে- আলুথালু বেশে। 
মুছে যাওয়া অবিন্যস্ত দিনগুলো পিঙ্গল আকাশের বুকে
হারানো ঔজ্জ্বল্য খোঁজে- কোজাগরী রাতে, যখন
খসে যাওয়া নক্ষত্রেরা বিদায় বার্তা জানায়। 
নিছিদ্র স্মৃতির আয়নায়- ভুল ফাগুনে কুড়িয়ে নেয়া
কৃষ্ণচূড়ার শুকনো মলিন পাপড়ির ভাঁজে ভাঁজে খুঁজে বেড়ায়
অদেখা ফেরারী বসন্ত- উদাসী বিকেলের মায়ায়।
স্বনির্মিত বৃত্তের আবরণ ভেঙে বেরিয়ে নির্বাসিত সত্তা
জৌলুস আর উন্মত্ত প্রত্যাশায় গড়া অভিশপ্ত পাহাড়ে দাঁড়িয়ে
অতীত জীবনের হিসেব মেলায়- নিজের প্রলম্বিত ছায়ায়।
জন্মান্ধ গাছেদের অন্ধকার কোঠরে বন্দী অতৃপ্ত জীবনে অস্ফুট
আর্তনাদ তুলে লাশকাটা ঘরে নিবিড় অপেক্ষারত শবদেহের
মতন নির্লিপ্ত হিমশীতল আবেশ ছড়ায়- নেশাতুর সরীসৃপ।
অতি দূর কুহেলিকা আঁধারের নিস্তব্ধতায় অনুভূতিহীন অস্তিত্ব 
দুর্ভেদ্য শৃঙ্খলের বৃত্তে দাড়িয়ে প্রত্যাশার স্বপ্নসৌধ গড়ে, আর
নিঃসঙ্গ গ্রহচারী হয়ে ফিরে যায় পরিত্যাক্ত গৃহে- সাঁঝের প্রহরে।
তখন স্পন্দহীন নিঃশ্বাসগুলো মধ্যরজনীর শোকতপ্ত অন্ধকারে   
ব্যথাতুর মেঘরাশির মতো কান্নাজলে স্নান শেষে
অজস্র নীল স্বপ্ন ছুঁয়ে আছড়ে পড়ে- নিস্তব্ধ বালুতটে।

 
নিভৃত স্বপ্নচারী
রচনাকালঃ আগস্ট ২৬, ২০২০
ছবিঃ ইন্টারনেট

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ নিভৃত স্বপ্নচারী তারিখঃ 17/09/2020
সর্বমোট 1530 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন