ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

প্রকাশ...

নদী অপবিত্র হয় না জেনেও
রোজ পচাগলা আবর্জনা নদীগর্ভে নিক্ষেপ করে,
পবিত্র হতে চায় মানুষ! 
মানুষ কি পবিত্র হয়?
মানুষের পবিত্রতা কীসে?
মানুষ কী জানে?
যদি নাই জানে,
গরল ভেবে নদীগর্ভে কী ঢালে মানুষ?
শুধুই পার্থিব আবর্জনা?
কলুষিত আত্মায় জ্যোতির্ময় পোশাক পরিয়ে
ধরণী পরিশুদ্ধ করার পণ করেছে একদল মানুষ!
হে ধরণি,
আমি জানি আমার আত্মা পরিশুদ্ধ!
তুমি আমাকে এক সমৃদ্ধ নিজস্ব জগত দিয়েছো!
আমি পরিচিত,প্রকাশিত হই কেবল নিজস্ব আলোতে সেই জগতে।
আমি তোমার এক জোনাকি সন্তান।
বাবুই নীড়ে আলো হয়ে জ্বলছি!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 18/01/2021
সর্বমোট 1854 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন