ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

সময়ের আগে...

জানি, সময়ের আগে পৌঁছুতে পারে না মানুষ।
জেনেও একটা হেমন্তদিন দেখব বলে,
অবিরাম কর্ষণ করে যাই, আদিগন্ত চৈত্রের ফাটা ভূমি।
অগ্নিগর্ভা ধরণি,
সূর্যের প্রখর দাম্ভিকতায় কতোটা আর টিকে মামুলি জীবন?
কতোটা প্রকাশিত হয় আপন মহিমায়?
মৃত্যুবধি বয়ে যাব এই অপ্রকাশের বেদনা!
একটা সবুজ সকাল, সোনাালি ধানীস্বপ্নময় দুপুর, একটা তৃপ্তিময় ঢেকুর উঠা সন্ধ্যা
আধোঘুমে স্বপ্ন হয়ে, ক্ষুধার্ত পেটের নাড়িভুঁড়িতে মোচড় দেয়;
বিম্বিষায় ওগলে উঠে নাভীমূল
তবুও একটা দুধভাত স্বপ্ন দেখে কর্ষণ করি বন্ধ্যা জমি।
বারবার, সমুদ্রের নোনাজল বিপুল বিনাশি ঢেউয়ে তলিয়ে দেয় সব।
জানি, জীবনে সব আশা পূরণ হয় না,
যদি হতো,
একশ একটা সমুদ্রসন্ধ্যা খুন করে এসে,
প্রাণহীন শহুরে যান্ত্রিকতায়, আমি কি কবিতা লিখতে পারতাম?
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 27/01/2021
সর্বমোট 1348 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন