ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বিবেকটাকে

বিবেকটাকে
সাইয়িদ রফিকুল হক

 
বাইরে তোমার চক্ষু দুটি
আছে শুধু খোলা,
আর সবই যে অন্ধকারে
দেয় না কোনো দোলা!
 
চোখের দেখায় ভুল যে বেশি
চোখ দেখে না সব,
আত্মবিবেক অন্ধ হলে
থামবে সকল রব।
 
মনের চোখে পর্দা কেন?
পর্দা সরাও জোরে,
আবার তুমি জেগে ওঠো
স্নিগ্ধ মধুর ভোরে।
 
বাইরে সবই খোলা রেখে
ভাবছো তুমি ভাবুক,
মনের সুখে বিবেকটাকে
মারছো শুধু চাবুক!
 
বিবেকটাকে বন্দি করে
কেউ হবে না মুক্ত,
সরল মনে বিশ্বমতে
হও রে এবার যুক্ত।
 
 
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২১
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 13/04/2021
সর্বমোট 1181 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন