ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ষোলোআনা মিথ্যা ভালোবাসা

ষোলোআনা মিথ্যা ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক

 
ফলবতী ভেবে আঁকড়ে ধরেছিলাম
এক অচেনা যুবতী বৃক্ষকে!
কিছুদিন পরে দেখি, সেই বৃক্ষের অনেক উপাসক!
দিনরাত ভুলে কত যে ভালোবেসেছিলাম তাকে!
সবই গেল এখন চরম বিফলে।
অশান্ত মন বোঝে না ভালোবাসার মর্ম
মন জানে না ভালোবাসতে
আবেগভরা হৃদয় চেনে না মাশুক।
 
সেই বৃক্ষ এখন বারোয়ারি ভোগের সামগ্রী
বারোজাতের জীবের ভোগে সে যে জরাজীর্ণ
মন তবুও বোঝে না জীবনসত্য।
তবুও দাঁড়াতে মনে চায় তার দূষিত ছায়াতলে!
ফিরে আয় মন আর ফিরে আয় অশান্ত হৃদয়
আর যাসনে বারোয়ারি ছায়াতলে।
জীবনের ভালোবাসা লুকিয়ে রয়েছে মারেফতের বীজে
তুই কেন ঘুরে মরবি যৌবনবতী বৃক্ষের আশায়?
আয় রে মন, বপন করি বিশ্বজুড়ে মারেফতের বীজ
এবার ঝেড়ে ফেল ষোলোআনা মিথ্যা ভালোবাসা।
 
 
সাইয়িদ রফিকুল হক
১০/০৬/২০২১
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 19/06/2021
সর্বমোট 1232 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন