ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

"গোপনে যে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়"

জন্মদিনের একটি ভিডিও ভাইরাল। লালনের একটি গানের লাইন মনে পড়ছে "গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়"। প্রথমে যদি ধরে নেই সে মানুষ। প্রতিটি মানুষের ভিতর প্রেম ভালবাসা, জৈবিক আলোড়ন, বিপরীত লিঙ্গের প্রতি মোহ আকর্ষণ, আনন্দ, হাঁসি, উচ্ছ্বাস, যুগের স্রোতে ভেসে বেড়ানো এসব স্বাভাবিক প্রক্রিয়া। একটি মানুষ একে অপরের কাছাকাছি আসলে ক্রিয়াটা ক্রিয়েটিভ হতেই পারে। গহীনে ভালোবাসা বাসা বাঁধতে পারে। সেটা যদি একে অপরের সম্মতিতে হয় সেখানে দোষের কি হলো!! হয়তো মানুষ বিচারে সেই মানুষটি তার জন্য ভুল মানুষ হতে পারে। এটা কি অন্যায়? ২০০২ মডেল তিন্নির কথা ভুলেন নি অনেকে। তিন্নি হয়তো ভুল মানুষ খুঁজে নিয়েছিলো, জীবন দিয়ে তা খেসারত দিয়েছে। একজন পুলিশ কর্মকর্তা প্রথমে মানুষ পরে তার জীবিকার জন্য কর্ম। মানুষ ভুল মানুষ পছন্দ করতে পারে সে জন্য তাকে কি দোষ দেওয়া যায়? প্রেম তো আসে স্বর্গ হতে এটা সবাই মানে কিন্তু প্রেমে পড়লে দোষ হয়। কি অদ্ভুত সমাজ। একসময় যারা পরীর প্রেমে মশগুল ছিলেন আজ তারা প্রকাশ্য নিন্দাজ্ঞাপন করছে উচ্চস্বরে। আমাদের সমাজ রাতে অন্ধকারে পতিতালয়ে সারারাত মজে থাকে। দিনের আলোয় সেই পতিতা সামনে দাড়ালে অশুচি হয় তার। কি অদ্ভুত সমাজ ব্যবস্থা। মওলানা রিসোর্টে গেলে সমস্যা হয় না, মাঝখান দিয়া কেউ কিছু মনে করবেন না। কারন ঐটা মানবিক। কেক কাটা অমানবিক। ঘুণপোকা সমাজ। কেক কাটার ভিডিও দুপক্ষের কেউ প্রকাশ করে নি অথচও সাংবাদিক বেশ্যা ইলিয়াসের কাছে তা পৌঁছে গেছে। এ ঘটনার আদ্যোপান্ত কি? চিন্তার জগত যেখানে মাকড়সার জালে বন্দী, মানসিক ব্যবস্থা যেখানে ভাইরালে শিৎকার সেখানে ভাবনার বিষয়বস্তু কি থাকবে আর কি হবে। পরিশেষে পরীমনির ঘটনা আড়াল করতে মেসির বার্সেলোনা ছেড়ে দেবার বানানো ঘটনার নিন্দা জানাই সেই সাথে অজ্ঞান নূরুকে মেসির ঘটনা তদন্ত করার জন্য প্রধান করে তদন্ত কমিটি করা হোক।।

ছবি
সেকশনঃ সাম্প্রতিক বিষয়
লিখেছেনঃ কেএম শাওন তারিখঃ 11/08/2021
সর্বমোট 2983 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন