ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

মৃত্যু ও আমার উত্তরাধিকার

কোথায় পাওয়া গেল মৃতদেহ?/ মৃতদেহ কে খুঁজে পেল?/ মৃতদেহ কি মৃত ছিল যখন পাওয়া গেল?/ কিভাবে পাওয়া গেল মৃতদেহ? / কে যেন / একখানা কাগজ উঁচিয়ে/ আমার প্রতি / বাঘের মতো হুংকার ছেড়ে/ বলতে থাকলো/ দেখ হতভাগা, ভালো করে চেয়ে দেখ/ তোর মৃত্যু-আদেশ এখানে লেখা আছে/ আমি তোর যমদূত / নাম আযরাঈল/ আমি কিন্তু সুবোধ বালকের মতো / দেয়ালের প্রতিটি ইটের দিকে তাকিয়ে বললাম/ আপনাকে তো জলে -স্থলে- অন্তরীক্ষে/ এমনকি স্বপ্নে ও কখনো দেখিনি ভাই / হঠাৎ অনুভব করলাম / আমার দেহঘড়ি ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে / ঐ লোকটি আমার দেহঘড়ি একেবারে থামিয়ে দিতে গেল/ আমি কিছু বলতে পারছি না, শুধু ভাবছি/ এ চেনা পরিবেশ ছেড়ে আমি কোথায় যাব?/ কার কাছে থাকব? / কিন্তু মৃত্যু হল অমোঘ নিয়তি/ তাকে কি মেনে নিতে হয়না?/ তবু, আমি  খানিক আকুতি মিনতি করলাম/ হাতে-পায়ে ধরে / কেঁদে কুটে/ কিন্তু লোকটি অনড়/ অতঃপর আমার দেহঘড়ি একেবারে  নিস্তেজ হয়ে গেল/ ঘোষণা করা হলো আমি মৃত /আমার তো আছে অঢেল সম্পদ/ যেমন কয়েক'শ কাব্যগ্রন্থ, গোটাকতেক উপন্যাস, চিত্রনাট্য এবং অন্যান্য/ কে হবে আমার উত্তরাধিকার? বসন্তের প্রস্ফুটন/ পাহাড়চূড়ার কোকিল না শরতের চ্যুতপত্র।।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ তালাল উদ্দিন তারিখঃ 04/01/2022
সর্বমোট 2500 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন