ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

বাড়িতে ঢোকার চেষ্টা করছে তস্করগং

বাড়িতে ঢোকার চেষ্টা করছে তস্করগং
সাইয়িদ রফিকুল হক


পিছনের দরজা খোলার চেষ্টা করা হচ্ছে খুব
আঁটঘাঁট বেঁধে লেগেছে সেই পুরাতন সব।
আবার দেখাচ্ছে নতুন ভেলকি
নতুন বোতলে পুরাতন মদের লম্ফঝম্ফ!

এদের শরমগুলো জমা দিয়েছে লাহোরে,
পেশোয়ারে, রাওয়ালপিন্ডিতে আর সিন্ধুজলে,
এরা মানুষের কথা বলে দেখে শুধু নিজের স্বার্থ,
এদের দু’কান কাটা অনেককাল আগে থেকে যে!

বাড়িটাতো এখন দেখতে পাচ্ছি কিছুটা মজবুত, 
আগের থেকে এখন অনেক বেশি সতর্ক গৃহকর্তা!
সামনের সদর দরজায় ঝুলছে বিশাল তালা!
আরও আছে কত দুর্ধর্ষ প্রহরী আর চৌকস সৈন্য।

তবুও তস্কররা বাড়িটাতে ঢোকার জন্য আজকাল
নানারকম টালবাহানা আর নাটক করছে ভীষণ,
জনগণের জন্য কেঁদে-কেঁদে এখন খুন হচ্ছে 
আমাদের মুখচেনা সেই ভণ্ডবীজের চিরভণ্ডগুলো।

সামনের দরজা দিয়ে এরা কখনো ঢুকতে পারেনি,
সামনের দরজা দিয়ে এদের ঢোকার সাহস খুব কম,
এরা যে যুগজনমের দস্যু-তস্করদের বংশধর!
পিছনের দরজা তাই এরা ভালোবাসে চিরদিন।

সামনের দরজা বন্ধ হয়ে গেছে দস্যু-তস্করদের জন্য,
তাই এরা ভালোবাসে পিছনের সেই গুপ্ত দরজা!
বাড়িতে মানুষজন সবাই আছে দুঃখ ভুলে শান্তিতে, 
কিন্তু বাড়িতে ঢোকার চেষ্টা করছে যে সেই তস্করগং!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 14/03/2022
সর্বমোট 2168 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন