ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

ঠাকুর-রবি উঠলো জ্বলে

ঠাকুর-রবি উঠলো জ্বলে
সাইয়িদ রফিকুল হক

 
বাংলাভাষা ছিল ভীষণ অন্ধকারে,
ঠাকুর-রবি উঠলো জ্বলে চারিধারে।
বিশ্বসভায় পড়ে গেল হইচই কত,
রবি-গুণে সাহিত্যপ্রসূন ফুটলো শত।
 
বাংলাভাষার হতো নাকো এত সুবাস,
যদি না এই রবীন্দ্রনাথ ফেলতেন নিঃশ্বাস।
ভাষার কুলে উঠলো জেগে স্বপ্নসিঁড়ি,
তাঁরই স্নেহে কবিরা দেন হামাগুড়ি।
 
বিশ্বকবি হলেন তিনি নিজের গুণে,
সবার কাছে কবিগুরু দেখুন শুনে।
বাংলাভাষার গর্ব তিনি চিরকালের,
ফুল শুকায় না কখনো তাঁর কাব্য-ডালের।
 
 
সাইয়িদ রফিকুল হক
০৮/০৫/২০২২

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 08/05/2022
সর্বমোট 690 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন