ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

দ্রোহের কবি নজরুল

দ্রোহের কবি নজরুল
সাইয়িদ রফিকুল হক

 
বাবরি-চুলের তেজি পুরুষ
ছিলেন কবি নজরুল,
ভালোবেসে তাঁর কাব্য পড়,
ধরিস না তাঁর ভুল।
 
নিজের খেয়ে পরের ভালো
করাই ছিল তাঁর শখ,
সত্য কথা শুনতে হয়তো
লাগবে একটু টক!
 
অনেক লোভী-ইতর ছিল
গাইতো তারা হিংসা,
আমজনতার গণকবি
চাইতেন সবার হিস্সা।
 
তিনি ছিলেন নীতির রাজা,
ছিলেন সবার কবি,
তাঁকে স্নেহ করতেন তাইতে
ভারতবর্ষের রবি।
 
অগ্নিবীণা, বিষের বাঁশি
গাইছে আজও দ্রোহ,
আমৃত্যু যে ছিলেন কবি
তপ্ত একখান লৌহ!
 
এমন কবির জন্মদিনে
শ্রদ্ধা নাই তোর মনে!
স্বার্থবাদী শণ্ঢগুলো
যা না চলে বনে।
 
সবার জন্য দ্রোহী হয়ে
এখনও দেন খাক-টিপ!
আয় না সবাই ভালোবেসে
জ্বালাই প্রেমের প্রদীপ।
 
মানবতার কবি নজরুল
থাকবেন চির বেঁচে,
আশীর্বাণী আনবো আমরা
দ্রোহের সিন্ধু সেঁচে।
 
ঘুমাও তুমি, ঘুমাও বন্ধু
আমরা আছি জেগে,
মানবতার সকল কাজে
থাকবো সবাই লেগে।
 
 
সাইয়িদ রফিকুল হক
২৪/০৫/২০২২
 

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ সাইয়িদ রফিকুল হক১ তারিখঃ 28/05/2022
সর্বমোট 856 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন