ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

অদৃশ্য অহংকার।

পানির গোলা নামতাছে পাহাড় থিক্কা! ইন্ডায়ির পানি বান ভাসি করল মোগো। 
সমতলের আহাজারি উঁচা ভিটার মানুগো 'র কানে পৌঁছালে তারা দুঃখিত হয় । অথচ সমতলের মসজিদ গুলোর পাঁচ ওয়াক্তের আযান তাদের প্রতিদিন কানে পৌঁছালে তারা সমতলের মানু গুলো নিয়ে ভাবে। বর্ডার খোলা থাকলে ওপারের মানু গুলো এপারে খুব উৎসাহ নিয়ে আসে, তারা পাহাড় দেখে , ঝর্ণা দেখে , দু'হাতে খরচা করে শপিং করে!কেউ কেউ খুব উৎসাহ নিয়ে বেশি দামে খুব দামী মাল ও খায় , একটু আধটু মাতলামি করেও ফেলে। এই পাহাড়ে এসে মহিলা দের। একটু আড়ালে আবডালে তাঁকায় ও কেউ কেউ।
অথচ এবার মানু গুলোর বান-পানি দুঃখ তাদের খুব উৎসাহিত মনে হবেনা।
লন্ডনে ইন্ফ্লেশন সাত পার হয়ে গেছে,  দেশের বন্যা টানা একমাস পাড় হয়ে গেলে , প্রবাসী মানুষ দুঃখিত হতে থাকে, সিলোটী আলো-বাতাস নিয়ে বেড়ে উঠা মানুষ গুলো এক ধরনের অহমিকায় অস্বস্তি বোধ করতে থাকে।
আমির চাঁন ধান গুলো যখন এক রাতের বৃষ্টিতে ডুবে গেলে , সে চোখে মুখে অন্ধকার দেখতে পায় , সে বুকের ভিতর আহাজারি বুঝতে পারে কিন্তু এক অন্য রকম অহ্ঃকার তাকে একটা দীর্ঘশ্বাস ছাড়ার অনুমোদন দেয়।
এভাবে অনেক সন্ঞিত এবং পুন্জ্ঞিভুত অহঃকার মানুষ গুলোর কষ্ট গুলোকে আহাজারি তে রুপান্তরিত করতে দেয়না।

ছবি
সেকশনঃ গল্প
লিখেছেনঃ Likhon Chowdhury তারিখঃ 16/07/2022
সর্বমোট 760 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন