ব্যাকগ্রাউন্ড

ফেইসবুকে!

আরো এক পা জীবনের পথে...

তোমাকে ভালোবেসে থেকে যেতে চেয়েছিলাম গাঁয়ের কাছাকাছি!
তোমাকে ভালোবেসে থেকে যেতে চেয়েছিলাম পায়ের কাছাকাছি!
তোমাকে ভালোবেসেই থেকে যেতে চেয়েছিলা ঘুম জাগরণের কাছাকাছি।
অথচ স্বপ্ন এক বিশাল স্বপ্নজাল।
তোমার জমি দিলো,জীবন দিলো আর আমাকে দিলো অনন্ত নির্বাসন!
অনেকটা বছর পেরিয়ে গেলো,
আজ নিজেকে যখন জিজ্ঞাসা করলাম কেন এই নির্বাসন?
কেন এই নীরব যন্ত্রণা?
আমি আমার জন্মদাতার বধির মুখ দেখলাম,
আমি তোমার জলশূন্য চোখ দেখলাম।
একটা পাথর গড়গড়িয়ে নাভীমূল থেকে, উপরে বেয়ে উঠতে উঠতে
চোখের কাছাকাছি এসে গলে গেলো!
কেউ কি দেখলো অশ্রু?
নাকি কেউ দেখেনি?
চারপাশে তাকিয়ে পরখ করে নিলাম।
শূন্যতা এক ধরণের স্বস্তিই দিলো।
চোখ মুছে আরো এক পা সামনে বাড়ালাম অন্ধকারের দিকে!
দেখলাম ঘামে ভেজা শরীরে বাতি নিভে যাওয়া রান্না ঘর থেকে
আঁচলে হাত মুছতে মুছতে সামনে এগিয়ে এলো আমার মা!
বললো, এগিয়ে চল,এদিকেই জীবনের পথ!
মস্তকবিহীন,মুখচোখনাককানবিহীন সহস্র পায়ের সাথে,
মিশে গেলো আমার  নগ্ন রক্তাক পা!

ছবি
সেকশনঃ কবিতা
লিখেছেনঃ শামুক তারিখঃ 21/07/2022
সর্বমোট 1062 বার পঠিত
ফেসবুকের মাধ্যমে কমেন্ট করুণ

সার্চ

সর্বোচ্চ মন্তব্যকৃত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন

সর্বোচ্চ পঠিত

এই তালিকায় একজন লেখকের সর্বোচ্চ ২ টি ও গত ৩ মাসের লেখা দেখানো হয়েছে। সব সময়ের সেরাগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন